২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে  ফেনীতে খেলাফত মজলিস’র সমাবেশ
  • Updated Sep 23 2023
  • / 250 Read

 


নিজস্ব প্রতিনিধি;
নিরেপক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল বিকেলে ফেনী শরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আফজালুর রহমান। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। 

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ নোমান। 
বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সেক্রেটারি আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতারা। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন তাঁর বক্তব্যে বলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল আলেম ওলামাদের মুক্তির দাবি জানিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 

তিনি আরও বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে গ্রহণ যোগ্য নির্বাচন দেয়া গণদাবীতে পরিণত হয়েছে। তাই সরকারকে পদত্যাগ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি করেন। এবং দাবি আদায়ে আগামী ৭ অক্টোবর ঢাকা অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার আহবান জানান। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিগত ১৪ বছরে প্রমাণ করেছে। তাদের অধীনে নিরেপক্ষ নির্বাচন সম্ভব নই। তাই দলীয় সরকারের অধীন কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। সরকার ষড়যন্ত্র মূলকভাবে আলেমসহ রাজনৈতিক নেতাদের কারাবন্দী করে রেখেছে। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে, কিন্তু সরকার সিন্ডিকেট এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

Tags :

Share News

Copy Link

Comments *